Home » জাতীয় » মনোন্য়ন ফরম জমা দিলেন কাউন্সিলর পদপ্রাথী মুন্সী আ. মাজেদ

মনোন্য়ন ফরম জমা দিলেন কাউন্সিলর পদপ্রাথী মুন্সী আ. মাজেদ

 

অাবুল কাশেম, অভয়নগর(যশোর): আগামী ১১ এপ্রিল নওয়াপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বুধবার সকাল ১১.০০ টার সময় অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোন্নয়ন ফরম জমা দিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর পদপ্রাথী মোঃ মুন্সী অাঃ মাজেদ। এসময় উপস্থিত ছিলেন টিপু কাজি,শহিদুল ইসলাম, ইমরান হোসেন, ইমদাদ হোসেন মিম, সাহিদুল ইসলাম সুরত, আ. হালিম মুনসী, নুর মোহাম্মাদ মুন্সী, আসমত আলি, বাপ্পি দাস, নাহিদ হাসান রবিন, হৃদয় হাসান, নাসিম হোসেন, মহির মুন্সী সহ প্রমুখ। মুন্সী আ. মাজেদ বলেন এ নির্বাচনে বিজয়ী হতে পারলে জন সাধারণের উন্নয়নে অবকাঠামোগত কাজ ছাড়াও সকল পেশার মানুষের সেবা করে যাবো। এলাকার মাদক নির্মূল, ইভটিজিং মুক্ত সমাজ গঠনসহ সকল উন্নায়নমূলক কাজে একধাপ এগিয় নিয়ে যাবো। ১৮ মার্চ মনোন্য়ন ফরম জমাদানের শেষ তারিখ, ১৯ মার্চ যাচাই বাছাই, ২৪ মার্চ প্রাথীতা প্রত্যাহারের শেষ ও ১১ এপ্রিল ইভিএম এর মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাবে পৌরসভার ভোটাররা। সকলের কাছে দোয়া ও সাধারণ ভোটারদের কাছে সমার্থন ও সহযোগিতা চেয়েছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রাথী মুন্সী আ. মাজেদ।r

0 Shares