Home » প্রধান খবর » মনোনয়নপত্র জমা দিলেন নাসিমপুত্র জয়

মনোনয়নপত্র জমা দিলেন নাসিমপুত্র জয়

নিজস্ব প্রতিবেদক, নিউটার্ন.কম : সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ছেলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জয় জানান, দলীয় মনোনয়ন স্থানীয় নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর। উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসন (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালে এক-এগারো সরকারের দেওয়া মামলার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি নাসিম। পরে জয়কে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তানভীর শাকিল জয়।

নিউটার্ন.কম/এআর

0 Shares