Home » জাতীয় » মরদেহ উদ্ধার রংপুরে স্বামী-স্ত্রীর

মরদেহ উদ্ধার রংপুরে স্বামী-স্ত্রীর

 

রংপুরের গঙ্গাচড়া বালাটারি গ্রামে এক দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের শয়নকক্ষ থেকে সাবের আলী ও তার স্ত্রী মুক্তারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় মেয়ে প্রাইভেট পড়তে যায়। ছোট মেয়ে ও ছেলে বেড়াতে যায়। পড়া শেষে বড় মেয়ে বাড়িতে এসে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মুক্তারার মরদেহ পড়ে থাকতে দেখে এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।

তারা জানান, পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে অনেকেই বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধ হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে

নিউটার্ন.কম/AR

0 Shares