Home » জাতীয় » মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমের সাথে মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সাক্ষাৎ

মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমের সাথে মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সাক্ষাৎ

 

 

পোর্ট লুইস (মরিশাস), ১২ ডিসেম্বর:

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ বৃহস্পতিবার মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিমের সাথে সাক্ষাৎ করেছেন। মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনারকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার মরিশাসের শ্রমমন্ত্রীকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।

আলোচনায় তারা উভয় দেশের উচ্চ পর্যায়ে সফর, মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ নানাবিধ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশী কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ আরো বেশি পরিমাণে রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে জোরালো গুরুত্বারোপ করেন। শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মরিশাসে বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত বাংলাদেশি কর্মীদের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

মরিশাসের শ্রম মন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আশ্বাস প্রদান করেন। তিনি এ পর্যায়ে বাংলাদেশ সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা-সহ বোয়েসেল ও বিএমইটি‘র কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষীক বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম-কে উষ্ণ আমন্ত্রণ পৌঁছে দেন। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রথম সচিব (শ্রম) মোঃ আসাদুজ্জামান-সহ মরিশাসের শ্রমমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।-ত.বি.

0 Shares