Home » জাতীয় » মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ১৯ জন আটক
মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ১৯ জন আটক

মহেশপুর সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় ১৯ জন আটক

ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার অভিযোগে ১৭ জন বাংলাদেশী ও তাদের সহায়তা করার অভিযোগে দুইজনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বুধবার রাত ১১টার দিয়ে ৫৮ বিজিবি’র বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৩৫-আর হতে বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে ওই ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃতরা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে দুইটি ইজিবাইক জব্দ করে।

আরও পড়ুনঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনই শিক্ষার্থী

সুশাসন হলো সোনার বাংলা গঠনের মূল ভিত

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার দুপুরে এক মেইল বার্তায় এসব তথ্য জানান।

0 Shares