মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জেরে মাকে পিটানোর অভিযোগে অভিযুক্ত ছেলে দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রাথমিক কথা কাটাকাটির পর দেলোয়ার হোসেন ও তার ছেলে রাগের বশবর্তী হয়ে বেলায়েতের ঘরে হামলা চালায়। এ সময় ৮২ বছর বয়সী মা মোছাম্মৎ আয়শা খাতুন বাধা দিতে গেলে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এক্স-রে রিপোর্টে তার কোমরের নিচের হাড়ে ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এই ঘটনায় আহতের ছোট ছেলে বেলায়েত হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবাদী দেলোয়ার হোসেন অবশ্য দাবি করেছেন, “সেদিন সন্ধ্যায় কথা-কাটাকাটি হয়েছে বড় বোনের ছেলের সাথে।” আমি সেখানে উপস্থিত ছিলাম না”। আমাকে ফাঁসানো হয়েছে।
এদিকে মুক্তাগাছা থানার তদন্ত (ওসি) রিপন গোপ বলেন, মামলার পরই আসামিকে ধরতে অভিযান পরিচালিত করে গতকাল রাত ১টার দিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সিজেএম কোর্ট, ময়মনসিংহে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”