Home » জাতীয় »  মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

 মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

 

মো: লোকমান হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় সারা দেশের ন্যায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে।

আজ বৃহস্পতিবার ২৪সেপ্টেম্বর সকাল সাড়ে এগারটার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ অবহিতকরণ সভায় অনুষ্টিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো:শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খায়রুল আলম।

এ সময় অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত মো:শাহানুর আলম,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান, বিশ্ব স্বাস্হ্য সংস্হার খাগড়াছড়ি জেলা কর্মকর্তা ডা: উৎপল চাকমা,মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার পাশা, মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি কর্মকর্তা রানী চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক মো: মিজানুর রহমান,মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হাফেজ হাজী মো:হারুনুর রশীদ প্রমুখ।

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন ১টি পৌরসভাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:খায়রুল আলম বলেন, মাটিরাঙ্গা উপজেলায় এবারে প্রায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫৫০জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল ২০,২৫৮জন সহ মোট উপজেলায় প্রায় ২৩হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি বলেন, স্বাস্হ্য বিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৬মাস থেকে ৫৯মাস বয়সের সকল শিশুকে ভিটামিন এ খাওয়াতে হবে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মি ও স্বেচ্ছাসেবীগণ ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর পরার্মশ দেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের স্বাস্হ্য কর্মি,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Shares