আন্তর্জাতিক ডেস্ক :
“আমরা গলফ মাঠে ফোর্থ হোল এর কাছেই ছিলাম। মাথার ওপর দিয়ে মিসাইলগুলো আসতে দেখলাম, সেগুলোর মধ্যে কমপক্ষে দুটি বা তিনটিকে আটকানো হয়েছিল।”বিবিসি
এভাবেই পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন কাতারে বসবাসরত ওয়েলশ প্রবাসী এবং রেস্তোরাঁর মালিক রোড্রি ওগওয়েন উইলিয়ামস। তিনি জানান, সন্ধ্যায় লুসাইলের দোহা গলফ্ ক্লাবে ছিলেন তিনি।
রোড্রি বলছেন, “আমরা এখন খুবই সংবেদনশীল পরিস্থিতিতে আটকা পড়েছি।”
এটি কেবল কাতারের বাসিন্দাদের জন্যই নয় বরং বাহরাইন ও কুয়েতের মতো আশপাশের উপসাগরীয় আরব দেশগুলোর জন্যও “খুবই উদ্বেগজনক,” বলেন রোড্রি।