Home » আবহাওয়া » মিয়ানমারে সেনা কর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনের মৃত্যুদণ্ড

মিয়ানমারে সেনা কর্মকর্তার সহযোগীকে হত্যায় ১৯ জনের মৃত্যুদণ্ড

 

আন্তর্জাতিক ডেস্ক :

 

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের একটি জেলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াবতী টেলিভিশন এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭ জনের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা হয়।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এটাই এ ধরনের প্রথম রায়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে টালমাটাল মিয়ানমারে এরই মথ্যে ৬০০-র বেশি বিক্ষোভকারী প্রাণও হারিয়েছে।

মায়াবতী টেলিভিশন জানিয়েছে, মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াংগনের নর্থ ওক্কালাপা জেলায় সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের সহযোগীকে খুন করা হয়।

জেলাটিতে মার্শাল ল’ জারি থাকায় সামরিক আদালত বিচার করতে ও রায় দিতে পারছে।

কবে ও কিভাবে সেনা কর্মকর্তার ওই সহযোগী খুন হয়েছিলেন তার বিস্তারিত জানা যায়নি।

0 Shares