Home » সারাদেশ » মুন্সীগঞ্জে গ্রী স্টার গ্রুপের ডিলার ও কোম্পানির প্রতিনিধি আলোচনা সভা

মুন্সীগঞ্জে গ্রী স্টার গ্রুপের ডিলার ও কোম্পানির প্রতিনিধি আলোচনা সভা

 

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গ্রী স্টার গ্রুপের ডিলার ও কোম্পানির প্রতিনিধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাতা বাহার এক্সট্রা জাম্বু মশার কয়েল এর আয়োজনে
শুক্রবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা রিসোর্টে দিনব্যাপী গ্রী স্টার গ্রুপের এ ও বি গ্রুপের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করা হয়। এসময় বি গ্রুপের ১২ টি নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
এর মধ্যে রয়েছে পাতা বাহার আটা,ময়দা,সুজি,সরিষার তেল,মধু,চা পাতা,চিনিগুরা চাল,চিনি ও চাল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গ্রী স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসাইন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রী স্টার গ্রুপের সিইও শংকর সরকার,
গ্রী স্টার গ্রুপের এজিএম মোঃ আল হাফিজ, এনএসএম শহিদুল ইসলাম,

এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ শতাধিক ডিলার ও কম্পানি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

0 Shares