Home » সারাদেশ » মুন্সীগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ৫০

মুন্সীগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ৫০

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এছাড়া এতে গুলিবিদ্ধ হয়েছে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। বুধবার বিকেল সাড়ে ৩ টার পর থেকে এ সংঘর্ষ চলে। এসময় ৮টি মোটরসাইকেল ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়।

আহতদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ-উল-ইসলাম, সদর থানার ওসি তারিকুজ্জামান, ইন্সপেক্টর অপারেশন মোজাম্মেল হক, এসআই কাজল দাস, এসআই মাঈনউদ্দিন, এসআই সুকান্ত বাউল, এসআই আমিনুল হাসান, এসআই অজিত, এসআই ইলিয়াস, কনষ্টেবল রায়হান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি গোলজার হোসেন।

এদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত বিএনপি নেতাকর্মিদের বিভিন্ন স্থানে চিকিৎাসা দেয়া হচ্ছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি শহরের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর আড়াইটা থেকে মুক্তারপুর এলাকার আশপাশে বিএনপি নেতাকর্মিরা জড়ো হতে থাকে। পুলিশও অবস্থান নেয় আগে থেকেই। বিকেল সাড়ে ৩ টার দিকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মিরা খণ্ড খণ্ড মিছিল বের করে পুরাতন ফেরীঘাট এলাকায় আসতে শুরু করে। এ সময় পুলিশ মিছিলে বাঁধা দিলে ক্ষুব্ধ হয়ে উঠে বিএনপি নেতাকর্মিরা। এক পর্যায়ে চারদিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় জাহাঙ্গীর নামের একজন গুলিবিদ্ধ হয়।

সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপির নেতাকর্মিরা মুক্তারপুর ফেরীঘাট এলাকায় জড়ো হচ্ছিল। এ সময় দু’দিক থেকে পৃথক দু’টি মিছিল আসছিলো। হঠাৎ পুলিশ আক্রমণাত্মক হয়ে উঠে। মিছিলের ব্যানার কেড়ে নেয় ও লাঠিচার্জ করে। এতে নেতাকর্মিরা ক্ষুব্ধ হয়।

0 Shares