Home » জাতীয় » মুন্সীগঞ্জে ৯৯ কম্পোজিট বিগ্রেড এর আনন্দ শোভাযাত্রা

মুন্সীগঞ্জে ৯৯ কম্পোজিট বিগ্রেড এর আনন্দ শোভাযাত্রা

 

শহিদ শেখ (পাখি), মুন্সীগঞ্জ :
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ
হতে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন
করেছে। বাংলাদেশ সরকার কতৃক এ গৌরবময় অর্জনকে যথাযথ
মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার অংশ হিসেবে মুন্সীগঞ্জের মাওয়া
সেনানিবাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ৯৯
কম্পোজিট বিগ্রেডের সার্বিক নির্দেশনায় মাওয়া
সেনানিবাসে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল
সাড়ে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত ৩০ মিনিট মাওয়া সেনানিবাস
প্রধান গেট থেকে সেনানিবাস এলাকা প্রদক্ষিণ করে মাঠে
গিয়ে শেষ হয়। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সেনাবাহিনী সদর দপ্তর, ৯৯ কম্পোজিট বিগ্রেড কমান্ডার
বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান।
র‍্যালীতে উপস্থিত ছিলেন দীপ্ত ১৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো.
আরিফুর রহমান, মেজর সাইফ, মেজর আফিফ, মেজর মাহমুদুল
হাসান, ক্যাপ্টেন মো. জাহিদ হাসানসহ সেনানিবাসে কর্মরত
অফিসার, সেনা সদস্য, বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন — স্বল্পোন্নত দেশ হতে
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এটা আমাদের জন্য
এক অনন্য পাওয়া। এটা আমাদের জাতির জন্য গর্বের বিষয়, আমরা
জাতি হিসেবে আত্যন্ত গর্বিত। দেশের এ উন্নয়নে এবং দেশের
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উজ্জ্বীবিত হয়ে আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ
সরকারের যে অর্জন এ অর্জনকে উদযাপন উদ্দেশে আজ ৯৯
কম্পোজি বিগ্রেডের মাওয়া সেনানিবাসে আমরা আনন্দ
শোভাযাত্রা করেছি।

0 Shares