Home » জাতীয় » মুসলমানী করতে গিয়ে লিঙ্গ হারাতে বসেছে এক শিশু!

মুসলমানী করতে গিয়ে লিঙ্গ হারাতে বসেছে এক শিশু!

 

দিনাজপুরের ঘোড়াঘাট হাসপাতালে মোরছালিম (৬) নামে এক শিশুর সুন্নতে খৎনা (মুসলমানী) করাতে গিয়ে লিঙ্গ হারাতে বসেছে। মঙ্গলবার বিকালে ঘোড়াঘাট হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামের মন্টু মিয়া তার ছেলে মোরছালিমকে নিয়ে সুন্নতে খৎনা করাতে আসে কিন্তু হাসপাতালে কোন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত না থাকায় চিকিৎসক এর পরিবর্তে ঐ হাসপাতালের ওয়ার্ড বয় আনছার আলী মুসলমানী করাতে গিয়ে ঐ শিশুটির লিঙ্গের মনির একটা অংশ কেটে ফেলে। পরে এ বিষয়টি জানা জানি হয়ে গেলে হাসপাতালে লোকের সমাগম হয়। স্থানীয়দের চাপে ঐ হাসপাতালে ওয়ার্ড বয় আনছার আলী শিশুটির চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের ভর্তিরত একাধিক রোগী জানান, কোন অভিজ্ঞ চিকিৎসক ছাড়া ওয়ার্ড বয় ও নার্স দিয়ে চিকিৎসা সেবা চলে এ হাসপাতালে। চিকিৎসক মাঝে মাঝে এসে দর্শন দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূর নেওয়াজ আহমেদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউটার্ন.কম/RJ

10 Shares