Home » জাতীয় » মেক্সিকোয় বাংলাদেশ ও মেক্সিকো: সম্ভাবনা ও সুযোগ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

মেক্সিকোয় বাংলাদেশ ও মেক্সিকো: সম্ভাবনা ও সুযোগ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

 

মেক্সিকো, (১৪ জানুয়ারি):
মেক্সিকোয় ‘বাংলাদেশ ও মেক্সিকো: সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে আইসিটি, পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার এবং ডেকোরেটিভ লাইট আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন সেদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ওয়েবিনারে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা সরঞ্জাম, আইটি, পাটজাত পণ্য, চামড়া ও পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স/বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্রক্রিয়াজাত কৃষিভিত্তিক খাদ্য, অটোমোবাইল, সিরামিক, প্লাস্টিক এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন। তিনি প্রণোদনাসহ সরকারের বিনিয়োগবান্ধব নীতিসমূহও তুলে ধরেন।

গুয়াদালাহারার স্থানীয় ব্যবসায়িক চেম্বার সদস্যসহ নির্মাণ, আবাসন, প্রসাধনী, লবণ উৎপাদন ও বিতরণ, ডেকোরেটিভ লাইট, প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি সেক্টর থেকে ৩২ জন ব্যবসায়ী প্রতিনিধি ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
-ত.বি.

0 Shares