Home » জাতীয় » মেঘনায় জেলেদের জালে ২৩ মহিষ

মেঘনায় জেলেদের জালে ২৩ মহিষ

নিউটার্ন ডেস্ক
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী অংশে জেলেদের জালে আটকা পড়েছে ২৩টি মহিষ। ভাসমান অবস্থায় মালিক বিহীন মহিষগুলো উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন জেলেরা।

গতকাল সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাইচ্চা মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ইলিশের জালে ভাসমান মহিষগুলো আটকা পড়ে। রাতে মহিষগুলো স্থানীয় তিন রাখালের কাছে জিম্মায় রাখা হয়।

মহিষগুলো উদ্ধার করা জেলেরা জানান, বিকেলে নদীতে ইলিশের জাল ফেলেন সাইফুল ইসলাম (কালু মাঝি)। এ সময় মহিষগুলো জালে আটকা পড়ে। যে নৌকায় জেলেরা মাছ ধরতে যাচ্ছিলেন তার মালিক নৌ-টহল পুলিশের সহযোগীতা চান। তারা এলে ২৩ মহিষ নদী থেকে তীরে আনা হয়।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান ঢালী জানান, উদ্ধার হওয়া মহিষগুলোর জব্দ তালিকা করা হয়েছে। বাচ্চা মহিষ-১০টি, ছেলা মহিষ- ৪টি, সাদাকালো মাদাম মহিষ- ৫টি, কালো মাদাম মহিষ-৩টিসহ মোট ২৩টি মহিষ স্থানীয় তিন রাখালের জিম্মায় রাখা হয়েছে। মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হতে পারে।

0 Shares