মেহেরপুর প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় মারুফি খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে সংগে থাকা তার স্বামী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মারুফি খাতুন মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোলাম মোস্তফা তার স্ত্রী মারুফিকে নিয়ে শহরের একটি ক্রয়কৃত বাড়ির জায়গা দেখে মোটরসাইকেল যোগে কলেজ মোড় হয়ে নিজ গ্রাম আমদাহে ফিরছিলেন।
আরও পড়ুন :
মেহেরপুরে করোনাভাইরাস ও ডেংগু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
চার প্রার্থীর ভোট বর্জনের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন সম্পন্ন
মোটরসাইকেলটি কলেজ মোড় এলাকায় এসে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেল কে ধাক্কা মারে, এসময় মোটরসাইকেলের পিছনে বসা মারুফি খাতুন ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তার স্বামী গোলাম মোস্তফা আহত হন। আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ওসি শাহাদারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।