Home » জাতীয় » মে‌হেরপুর ফ্রেন্ডস্ ৮৭`র ঈদ উপহার সামগ্রী বিতরণ

মে‌হেরপুর ফ্রেন্ডস্ ৮৭`র ঈদ উপহার সামগ্রী বিতরণ

মে‌হেরপুর প্রতি‌নি‌ধ‌ি :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও ৮৭ সংগঠ‌নের উপ‌দেষ্টা ফরহাদ হো‌সেন তার সংগঠন ফ্রেন্ডস্ ৮৭`র উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন সম্প্রদায়ের গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ‌নিবার সকা‌লে ‌মেহেরপুর সরকা‌রি বা‌লিকা বিদ‌্যাল‌য় চত্বরে প্রায় ৩শ পরিবারের মাঝে চাল, সেমাই, চিনি, সু‌জি, ডাল, দুধ, আটা, সাবান বিতরণ করা হয়। সংগঠ‌নের সভাপ‌তি আ‌মিনুল ইসলাম খোকন, উপ‌দেষ্টা আলা‌মিন হো‌সেন, সহসভাপ‌তি আ‌তিকুল ইসলাম, সম্পাদক শ‌রিফুল ইসলাম,যুগ্মসম্পাদক ফজলুল হক মন্টু, সাংগঠ‌নিক সম্পাদক ম‌নিরুল ইসলাম, সদস‌্য আব্দুল মান্নান, ফারুক হো‌সেন, শাও‌নেওয়াজ বকুল, আজাদ আ‌লিসহ অন‌্যান‌্য সদস‌্যরা উপস্থিত থেকে দরিদ্র অসহায় পরিবারের হাতে এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন।

‌খাদ‌্য সামগ্রী উ‌ত্তোল‌নে সহ‌যোগিতা ক‌রেন ৮৭,র বন্ধু ই‌ন্জি‌নিয়ার  আজিজুর রহমান টিটো, পু‌লিশ সুপার সো‌হেল রেজা, সামসুল হুদা, না‌হিদ, গোলাম স‌রোয়ারসহ অন‌্যান‌্য বন্ধুরা।

71 Shares