ঢাকা : প্রখ্যাত গল্পকার মোজাফ্ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনার করে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা।
এই বইটি মে মাসে গ্রুপে পড়া হয়, এবং এটি সবার মাঝে আকর্ষণীয় এবং চিন্তা-উদ্দীপক কথোপকথনের অনুপ্রেরণা জুগিয়েছে।
সভায় আলোচকরা উল্লেখ করেন, কীভাবে মোজাফ্ফর হোসেন তার গল্পগুলোতে বাস্তবতাকে ছাড়িয়ে গিয়েছেন এবং কতটা দক্ষতার সাথে বাস্তব ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন।এই অনন্য পদ্ধতিই তাকে অন্য লেখকদের থেকে আলাদা করে তুলেছে।
অংশ গ্রহণকারীরা বলেন, মোজাফ্ফর হোসেন যেহেতু বাস্তবতা এবং পরাবাস্তবতা উভয় লেন্সের মাধ্যমে তার গল্পগুলোকে উপস্থাপন করেন, তাই এই গল্পগুলোকে বেশিরভাগ সময়েই শুধু কাহিনীর চেয়েও অনেক বেশি মনে হয়; যার কারণে পাঠকরা তার গল্পে ট্র্যাডিশনাল প্লট খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন।তার এই দ্বৈত দৃষ্টিকোণে সমাজের নিষ্ঠুরতা, বর্বরতা আর নৃশংসতার চিত্র— তীক্ষ্ণ ব্যঙ্গ এবং উপমার মাধ্যমে ফুটে উঠেছে।
১০ জুন ২০২৪ এ আলোচনায় লেখক নিজে উপস্থিত থেকে তার লেখক জীবনের নানা দিক সবার সাথে শেয়ার করেন।তিনি অংশগ্রহণকারীদের সাথে যুক্ত হয়ে, তাদের প্রশ্নের উত্তর দেন এবং তার কাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
জুন ২০২৪ মাসে, ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা কীর্তিমান লেখক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ বইটি নিয়ে আলোচনা করবেন।- প্রেস বিজ্ঞপ্তি