Home » জাতীয় » মোরেলগঞ্জে ইমা পরিবহন ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

মোরেলগঞ্জে ইমা পরিবহন ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে ইমা পরিবহন ও ইজিবাইকের
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী রুস্তুম আলী শিকদার(৬৫) নিহত ও তার স্ত্রী ফিরোজা বেগম(৬০) ও ইজিবাইক চালক রানা শেখ(৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহা সড়কের দৈবজ্ঞহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুস্তুম আলী শিকদারের বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোরেলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহনের সাথে সংঘর্ষ হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহতের লাশ হেফাজতে নিয়েছে। আহত অপর দুজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

0 Shares