মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু আজ ১৫ জুন ২০২৫, রবিবার বিকেল ৪:৩০ টায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ৩ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহীনির প্রধান ছিলেন। এছাড়া তিনি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের ঢাকা জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং তিনি ‘‘৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যূত্থান ও “৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি গণফোরাম প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। ড. কামাল হোসেন বলেন, মোস্তফা মোহসীন মন্টু একজন দেশপ্রেমিক, গণতন্ত্রমনা, আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা ছিলেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করেছেন। তার মৃত্যুতে দেশবাসী একজন বরেণ্য দেশপ্রেমিক নেতাকে হারাল।
আগামীকাল সোমবার দুপুর ২ থেকে ৩ টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রতি সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবস্থানে তাকে সমাহিত করা হবে।
জানাজা ও কর্মসূচি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে জানাজা ও কর্মসূচী নিম্নরূপ :
১) প্রথম জানাজা ঃ আজ বাদ এ’শা বায়তুল মামুর জামে মসজিদ, কাটাবন ঢাল, ঢাকা।
২) দ্বিতীয় জানাজা ঃ আগামীকাল ১৬ জুন সোমবার,সকাল ৯:৩০ টায় কেরানীগঞ্জ, নেকরোজবাগ মাঠে অনুষ্ঠিত হবে।
৩) তৃতীয় জানাজা ঃ ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ বাদ যহোর।
-প্রেস বিজ্ঞপ্তি