Home » জাতীয় » ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৭ জন মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৭ জন মাদক কারবারি গ্রেফতার

 

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযানে প্রাইভেটকারে বহনকালে ‘ ৩’কেজি গাঁজাসহ আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি’)।এক অভিযানে তাদেরকে আটক করা হয়।

মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।মঙ্গলবার ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর দিঘারকান্দা থেকে ‘৩’কেজি গাঁজা ও গাঁজা বহনের জন্য ব্যবহৃত প্রাইভেটকারসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ‘৭’ সদস্যকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন,ময়মনসিংহ সদরের শহিদ আকন্দ, রাকিবুল ইসলাম ও আলমগীর, শাহিন,নোয়াখালীর সেনবাগের রফিকুল ইসলাম, ভোলার চরফ্যাশনের মাসুদ, ময়মনসিংহের ত্রিশালের শাহাদাত হোসেন রাকিব। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে । আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে ।

0 Shares