Home » জাতীয় » ময়মনসিংহে নতুন সনাক্ত ১১ জন

ময়মনসিংহে নতুন সনাক্ত ১১ জন

 

আন্তর্জাতিক ডেস্ক :
কোভিড১৯ : ৩১ জুলাই, ২০২০ তারিখে ১৭০ টি নমুনা পরীক্ষা হতে নতুন করে সনাক্তঃ ১১ জন।
এর মধ্যে,
#সদর_সিটিকর্পোরেশন এলাকায় সনাক্তঃ ৩ জন
#ফুলপুর উপজেলায় সনাক্তঃ ৩ জন
#ত্রিশাল উপজেলায় সনাক্তঃ ৪ জন
#ভালুকা উপজেলায় সনাক্তঃ ১ জন

#সুস্থ হয়েছেনঃ ২৭ জন

এ পর্যন্ত,
#হোম_আইসোলেশনে আছেনঃ ৪৫১ জন
#হাসপাতালে_চিকিৎসাধীনঃ ৫৮ জন
#রেফারঃ ১১ জন
ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে ।

0 Shares