Home » জাতীয় » ময়মনসিংহে নতুন সনাক্ত ৩৮ জন

ময়মনসিংহে নতুন সনাক্ত ৩৮ জন

 

নিউটার্ন ডেস্ক :·
#কোভিড-১৯ পরিস্থিতিঃ
জেলা- ময়মনসিংহ
তারিখ-৭ এপ্রিল ২০২১
১) মোট নমুনা পরীক্ষা-১৮৬ টি
২) নতুন করে সনাক্ত ৩৮ জন।
এর মধ্যে,
#সদর_সিটিকর্পোরেশন এলাকায় সনাক্তঃ ২৩ জন
#ঈশ্বরগঞ্জ উপজেলায় সনাক্তঃ ১ জন
#মুক্তাগাছা উপজেলায় সনাক্তঃ ১জন
#ত্রিশাল উপজেলায় সনাক্তঃ ১ জন
#ভালুকা উপজেলায় সনাক্তঃ ৯ জন।
#গফরগাঁও উপজেলায় সনাক্তঃ ৩ জন
৩) বর্তমানে,
হোম আইসোলেশনে আছেনঃ ২৮০ জন
৪) হাসপাতালে চিকিৎসাধীনঃ ৪৮ জন।
ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে ।

0 Shares