Home » জাতীয় » ময়মনসিংহে শুরু হচ্ছে জাতীয় বঙ্গবন্ধু ভারোত্তোলন প্রতিযোগিতা

ময়মনসিংহে শুরু হচ্ছে জাতীয় বঙ্গবন্ধু ভারোত্তোলন প্রতিযোগিতা

 

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ : ময়মনসিংহে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ এর ভারোত্তোলন প্রতিযোগিতা ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ৫-৯ এপ্রিল ২০২১ ময়মনসিংহ জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে,কর্নেল মো নজরুল ইসলাম গতকাল ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান ভারউত্তোলোন খেলাটি একটি ইনডিভিজুয়াল গেমস এখানে কোন বডি টাচ হয়না বিধায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে খেলাটি পরিচালনা করা সম্ভব। তিনি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের প্রতিযোগিতা চলার সময়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১’৩০ পর্যন্ত প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন তার মধ্যে ৫০ জন পুরুষ ৫০জন নারী খেলোয়াড় রয়েছেন।

0 Shares