Home » প্রধান খবর » যশোরের বৃহৎ সাতমাইল কুরবানীর পশুর হাট জমজমাট

যশোরের বৃহৎ সাতমাইল কুরবানীর পশুর হাট জমজমাট

 

এম এ রহিম, বেনাপোল যশোর :-

আসন্ন পবিত্র ঈদুল আজহার কুরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশের দক্ষিণপশ্চমাঞ্চলের বৃহৎ যশোরের শার্শার সাতমাইল পশুর হাট। ছোট বড় পশুতে জমজমাট হয়ে উঠছে হাটটি। তবে ব্যাপারী ও ক্রেতা সংকটে লোকসানের মুখে খামারি ও বিক্রেতারা। দাম বেশির অভিযোগ ক্রেতাদের।প্রচুর পরিমাণে গরু আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি কম বলে জানান হাটের ইজারাদাররা।

 


যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসে হাজার হাজার পশু। কুরবানির সময়ে সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার বসে হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটে আসে ব্যাপারীরা ট্রাক ভর্তি করে পশু কিনে নিয়ে যান । তবে দাম বেশির কারণে গরু কিনছেন কম।
এবার খামারিদের গরু আসছে বেশি নেই ক্রেতা। পশু খাদ্যের দাম বৃদ্ধিসহ পশুপালনে শ্রমিকের মুজুরি বেশি। ফলে গরু পালনে খরচ বেশি হওয়ায় হাটে দাম হাকা হচ্ছে বেশি। এ কারণে গরু কিনতে পারছেন না ব্যাপারীরা।

 

খামারি আরমান বলেন বছরজুড়ে ২০টি গরু করেছেন মেটাতাজাকরণ। ঈদের হাটে বেশি দামে করবেন বিক্রি। এবার গরু বিক্রি কম হওয়ার লোকসান গুনতে হচ্ছে তাদের। কুমুিল্লা থেকে আসা বেপারী মনির শেখ বলেন, এবার গরু হাটে দাম বেশি। ফলে কুরবানীতে পছন্দের গরু কিনতে পারছন না তারা।। এবার অনেকের অভাবের কারণে গরু কুরবানী দিচ্ছেন কম। ফলে ক্রেতা কম আসছেন হাটে।

 


ক্রেতারা বলেন হাটে প্রচুর গরু আসলেও দাম বলছেন বেশি। এজন্য তাদের বাজেট অনুযায়ি গরু কিনতে পড়ছেন সমস্যায়।

হাটে গরু আসছে ভাল তবে ক্রেতা সংকটে নেই বেচাকেনা। হাটে নিরাপত্তা ভাল। ঈদের আগেই হাট জমার আশা করেন হাট কর্তৃপক্ষ।
সাখাওয়াত হোসেন প্রতিনিধি সাতমাইল পশুর হাট তিনি বলেন বিগত বছরের তুলনায় এবার বিক্রি কম ।

ঈদকে সামনে রেখে পশুর হাট তদারকি করছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। ভালামানের পশু হাটে বিক্রি হচ্ছে বলে জানান -উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃস্ন মন্ডল।
সাতমাইল পশুর হাটে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৬ থেকো-৮ লাখ টাকার গরু বিক্রি হচ্ছে। তবে এবার ক্রেতা সংকটে লোকসানের মুখে পড়ছেন খামারিরা। উপজেলায় এবার ৬৫হাজর পশু কুরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

0 Shares