Home » সারাদেশ » যশোরের শার্শায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

যশোরের শার্শায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

 

এম এ রহিম, বেনাপোল যশোর :
যশোরের শার্শায় পাট বোঝাই ট্রাকের চাকায় পিস্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালক আল-আমিন(২৫) শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

বুধবার বিকেলে নাভারন সাতক্ষীরা মহাসড়কের জামতলা বাজার সংলগ্ন গণকবরের সামনে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বিকেলে বাগআচড়া থেকে পাট বোঝায় করে ট্রাকটি যশোরের দিকে আসছিলেন।এসময় জামতলায় মালামাল পৌছে দিয়ে ভ্যান চালক আল আমিন বাগআচড়ায় দিকে ফিরার সময় জামতলা গণকবরের কাছে পৌছালে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম।

0 Shares