Home » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে ছেলেসহ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায়

যুক্তরাষ্ট্রে ছেলেসহ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায়

 

অভিবাসী মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার মাত্র ১০ দিনের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ নিহত হয়েছেন এক বাংলাদেশি। তারা হলেন- মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) ও তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। নিহতরা লক্ষ্মীপুরের বাসিন্দা।

গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) বুধবার সকালে গাড়িসহ গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ছেলেকে নিয়ে ইস্টভেলি ইসলামিক সেন্টার মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন মিসবাহ উদ্দিন কাজল। ইরি স্ট্রিট পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কাজল। তার ছেলে গুরুতর আহত আব্দুল্লাহকে ভর্তি করা স্থানীয় এক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়।

নিহত কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল জানান, ১৪ বছর আগে তার করা পারিবারিক ভিসার আবেদনটি গৃহীত হয় দিন কয়েক আগেই। দুর্ঘটনার মাত্র ১০ দিন আগে স্ত্রী, কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন কাজল।সুত্র বিবিসি

নিউটার্ন.কম/AR

52 Shares