Home » জাতীয় » রংপুরে আমাদের প্রতিদিন’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে আমাদের প্রতিদিন’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

রংপুর প্রতিনিধি
তৃতীয় বর্ষের পথ পরিক্রমা শেষে ৪র্থ বর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে রংপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা আমাদের প্রতিদিন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ মোতাহার কর্মাশিয়াল কমপ্লেক্স ভবনের আমাদের প্রতিদিন অফিস কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়।
আমাদের প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশীদ বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক একেএম ফজলুল হক, দৈনিক গণআলোর সম্পাদক সেরাফুল ইসলাম হিমেল, চ্যানেল আই রংপুরের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, রংপুর সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ও নয়াদিগন্তের রংপুর অফিস ইনচার্জ সরকার মাজহারুল মান্নান, দৈনিক যুগান্তর ও আমাদের প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের রেজাউল করিম মানিক, এশিয়ান টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানী, ডিবিসি নিউজের রংপুর প্রতিনিধি নাজমুল ইসলাম নিশাত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, রংপুর টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, দপ্তর সম্পাদক একেএম সুমন মিয়া, নয়াদিগন্তের ফটো সাংবাদিক মেজবাহুল হিমেল, দৈনিক পরিবেশের ফটো সাংবাদিক রাব্বী হাসান, দৈনিক সাইফের স্টাফ রিপোর্টার আল আমীন সুমন, দৈনিক নওরোজ রংপুর প্রতিনিধি সাহানুর ইসলাম প্রমুখ। কেক কাটার আগে চ্যানেল আইয়ের বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় চ্যানেল আই রংপুরের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলীকে আমাদের প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সন্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে আমাদের প্রতিদিন অফিসে বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব রহমান, চীফ সহকারি সম্পাদক বাদল রহমান, বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবীর বিপ্লব, সিনিয়র প্রতিবেদক হারুন উর রশিদ সোহেল, সহ-সম্পাদক নাজমুল হক, নিজস্ব প্রতিবেদক শরিফুল ইসলাম ও সালমা আক্তার, গঙ্গাচড়া প্রতিনিধি নির্মল রায়, পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, গাইবান্ধা সাঘাটা প্রতিনিধি মনিরুজ্জামান বুলেন, পীরগাছা প্রতিনিধি তাজরুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি ডা. নুর ইসলাম প্রমুখ। এসময় তারাগঞ্জ প্রতিনিধি প্রবীর কুমার কাঞ্চন, ডোমার প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু, সুন্দরগঞ্জ প্রতিনিধি হযরত বেলাল, রংপুর সদর প্রতিনিধি মানিক মোক্তার, ডিমলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, গোবিন্দগঞ্জ প্রতিনিধি ফাতেমা বেগম, বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুজ্জামান বাবু, বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুন ফেরদৌসী লাকী, অফিস সহকারি মানিক মিয়া, সার্কুলেশন বিভাগের ইনচার্জ স্বপন মিয়া প্রমুখ। বক্তারা, আমাদের প্রতিদিন পত্রিকায় অবহেলিত জনপদের খবর বস্তুু নিষ্ঠতার সাথে নানা পত্রিকা ও সংবাদ মাধ্যমের ভিড়ে সৎ, নিষ্ঠাবান সাংবাদিকতার জন্য আমাদের প্রতিদিন পত্রিকার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

12 Shares