Home » জাতীয় » রহস্যময় বাড়ি-আমিনা ইসলাম (তুবা)

রহস্যময় বাড়ি-আমিনা ইসলাম (তুবা)

 

(৮ম অংশ)

“আরে,আমরা তো মাত্র দুইজন।তাহলে স্টারের মাঝখানে কে বসবে?”

“ও,তাই তো।”

“আচ্ছা তুই গিয়ে করিম চাচাকে একটু বুঝিয়ে বলে আয় না”

“হ্যা,আমি যাচ্ছি”

নিলমি তাড়াতাড়ি স্কুলের বাইরে গেল।সামনেই করিম চাচা রিক্সা নিয়ে দাড়িঁয়ে ছিলেন।

নিলমি বলল-

“চাচা আমরা একটু পরে বের হচ্ছি।”

করিম চাচা বললেন-

“কিন্তু তোমরা এহন ইসকুলে কি করবা?”

“করিম চাচা আমরা যেতে যেতে আপনাকে সব বলব।”

নিলমি এবার দাড়োয়ানের চোখ এড়িয়ে স্কুল বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেল।সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্লাসে ঢুকতেই নিলমি, দেখতে পেল পাবিন একপাশে চক দিয়ে স্টার এঁকে ফেলেছে।

(চলমান)

8 Shares