Home » জাতীয় » রামপুরায় সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত!

রামপুরায় সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত!

 

রাজধানীর রামপুরা ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩০) নামে এক বাসচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আমিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আমির ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। থাকতেন মেরুল বাড্ডার আফতাব নগরে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লোকাল বাসচালক ছিলেন আমির। ভোরে বাসা থেকে কাজে যাচ্ছিলেন। পথে রামপুরা ব্রিজের পাশে কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউটার্ন.কম/RJ

8 Shares