রোমান সাম্রাজ্যের রানী দিয়া
সাগর চন্দ্র রায়, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী : আর্চারিতে জুটি বেধে খেলেছে রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এবার জীবনের জুটি বাধছেন তারা। বুধবার দুপুরে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
নীলফামারী জেলা সদরে দিয়াদের বাড়ি। বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি। তিন ভাইবোনের মধ্যে দিয়া সবার বড়। মেয়ের পছন্দের পাত্রের হাতে তুলে দিবেন বলে বাবা ভীষণ খুশি।
তিনি বলেন, কয়েক মাস ধরেই এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা চলছিল। অবশেষে তা চূড়ান্ত রুপ নিচ্ছে। রোমান সানার বাড়ি খুলনা রুপসায়। সে আনসারে ল্যান্সনায়েক পদে কর্মরত। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছে আনসারে।
১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমসে খেলছে বাংলাদেশ। কিন্তু কোনো গেমসেরই কোনো ইভেন্টে বাংলাদেশ বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে যেতে পারেনি। কিন্তু ২০২১ সালে টোকিও অলিম্পিকে বাংলাদেশ আর্চারি দল বাছাইপর্ব পেরিয়ে খেলেছে রিকার্ভ মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে। এই ইভেন্টে রোমান সানার সঙ্গী ছিলেন দিয়া। বাছাই পেরিয়ে মেয়েদের এককের প্রথম রাউন্ডেও খেলেন তিনি।
অলিম্পিকের আগে ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারির স্টেজ টুতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রুপা জেতে বাংলাদেশ। বৈশ্বিক টুর্নামেন্টে কালেভদ্রে ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য এই অর্জন ছিল দিয়ার সৌজন্যেই। এরপর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই দলেও ছিলে দিয়া।
৫লক্ষ ১ শত এক টাকা দেন মোহরে বিশ্বজয়ী আর্চারি দিয়া সিদ্দিকীকে জীবন সাথী হিসেবে আরেক বিশ্ব আর্চারি রোমান সানা কে বরণ করে নিলো। দিয়া সিদ্দিকীর জন্ম ১৯ ফেব্রুয়ারি ২০০৪ নীলফামারীর জলঢাকা উপজেলায় আর রোমান সানা ৮ জুন ১৯৯৫ খুলনা জেলার কয়রা উপজেলায়।
এসময় উপস্থিত ছিলেন, আর্চার ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন চপল, আর্চার ফেডারেশনের কোচ মার্টিন ফ্রেডরিক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা জাপা সভাপতি মোঃ খয়রাত হোসেন শাহ্, বাংলা ভিশনের রংপুর ব্যুরো প্রধান আনজারুল ইসলাম জুয়েল, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক উজ্জ্বল পারভেজ, সাধারণ সম্পাদক আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান মানিক প্রমুখ।