Home » আন্তর্জাতিক » রোহিতের সেঞ্চুরি ছয় মেরে রাঁচীতে

রোহিতের সেঞ্চুরি ছয় মেরে রাঁচীতে

 

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। যা ছিল ওপেনার হিসেবে তাঁর প্রথম টেস্ট। রাঁচীতে শনিবার ওপেনার হিসেবে কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে ফেললেন তিনি। আর সেটাও এল ছয় মেরে। একইসঙ্গে টেস্টে ২০০০ রানও পূর্ণ করলেন তিনি। চলতি সিরিজে চারশোর বেশি রান করে ফেলেছেন তিনি। এদিন তাঁর সেঞ্চুরি এল ১৩০ বলে, ১৩টি চার ও চারটি ছয়ের সাহায্যে।

রোহিত শর্মা-অজিঙ্ক রাহানের ব্যাটে লড়াইয়ে ফিরল ভারত। সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। ৩৯ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল (১০), চেতেশ্বর পূজারা (০) ও বিরাট কোহালি (১২)। সেখান থেকে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে একশোর বেশি রান তুলে ফেলেছেন দুই মুম্বইকর। লাঞ্চের পরে এই প্রতিবেদন লেখার সময় তিন উইকেটে ১৮৪ উঠে গিয়েছে স্কোরবোর্ডে। রোহিত খেলছেন ১০১ রানে। রাহানে খেলছেন ৬০ রানে।

প্রথম টেস্টে দ্বিশতরান, দ্বিতীয় টেস্টে শতরানের পর তৃতীয় টেস্টের প্রথম দিন ব্যর্থ হয়েছিলেন ময়াঙ্ক। কাগিসো রাবাডার বলে স্লিপে ডিন এলগারকে ক্যাচ দিলেন তিনি। রাবাডার বলেই এলবিডব্লিউ হলেন পূজারা। এই সিরিজে পুরনো ছন্দে দেখা গেল না তাঁকে। পুণেয় অপরাজিত ২৫৪ করার পর রাঁচীতে দ্রুত ফিরলেন কোহালিও। এলবিডব্লিউ হলেন তিনি। এ ক্ষেত্রে বোলার ছিলেন অ্যানরিখ নর্তিয়ের। রিভিউ নিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় ফিরতেই হল তাঁকে। লাঞ্চের সময় ২৩ ওভারে তিন উইকেটে ৭১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (৩৮) ও অজিঙ্ক রাহানে (১১) অপরাজিত ছিলেন।

বিশাখাপত্তনম, পুণের পর এ বার রাঁচী। ফের টস জিতলেন এবং ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। টস ভাগ্য বদলাতে দক্ষিণ আফ্রিকার হয়ে টস করতে এসেছিলেন বাভুমা। কিন্তু তিনিও টস জিততে পারলেন না। সিরিজে টানা তিন টসই হারল দক্ষিণ আফ্রিকা। যা বিশ্বাস করতে কষ্টই হচ্ছিল প্রোটিয়া অধিনায়ক ফাফ দু’প্লেসির। পুণে টেস্ট ধরে উপমহাদেশে টানা নয় টেস্টে টস হেরেছেন তিনি। তাই টস করতে পাঠিয়েছিলেন বাভুমাকে। কিন্তু প্রক্সি পাঠিয়েও লাভ হল না।

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে ২০৩ রানে জিতেছিল ভারত। পুণেয় সিরিজের দ্বিতীয় টেস্টে জয় এসেছিল ইনিংস ও ১৩৭ রানে। সিরিজ জেতা হয়ে গিয়েছে আগেই। মহেন্দ্র সিংহ ধোনির শহরে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাওয়ার তাগিদও রয়েছে। টেস্ট জিতলে মিলবে ৪০ পয়েন্ট।

রাঁচীর উইকেটের কথা মাথায় রেখে এই টেস্টে তিন স্পিনারে খেলছে ভারত। চায়নাম্যান কুলদীপ যাদব চোটের জন্য ছিটকে যাওয়ায় জরুরি ভিত্তিতে দলে আসা বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিমের টেস্ট অভিষেক হচ্ছে। বাদ পড়েছেন বর্ষীয়ান পেসার ইশান্ত শর্মা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে বেশ কয়েকটা পরিবর্তন হয়েছে। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন মার্করাম ও কেশব মহারাজ। বাদ পড়লেন থেউনিস দি ব্রুইন, মুথুস্বামী, ফিলান্ডারও। টেস্ট অভিষেক হল উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন ও বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডের। দলে এলেন হামজা, লুঙ্গি এনগিডি ও ডেন পিয়েদত।

নিউটার্ন.কম/AR

10 Shares