Home » জাতীয় » শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

 

নিউটার্ন ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ফারজানা আকতার (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফারজানা উপজেলার সাজাপুর মসজিদপাড়ার গোলাম মোস্তফার পালিত মেয়ে। সে সাজাপুর ফুলতলা ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ফারজানার চাচাতো বোনজামাই ফারুক জানান, তার জ্যাঠা শ্বশুর গোলাম মোস্তফার কোনো সন্তান না থাকায় তিন মাস বয়সে ফারজানাকে দত্তক নেন। ফারজানা দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ্য হওয়ায় অস্বাভাবিক আচরণ করতো। এর আগেও দুই তিনবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। বুধবার মাদরাসায় বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি এসে ঘরের মূল দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এ সময় বাড়ির লোকজন বাহিরে ছিল।

পরে দীর্ঘক্ষণ ডাকা ডাকি করেও সে দরজা না খোলায় প্রাচীর টপকে ভিতরে ঢুকে ফারজানাকে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। কি কারণে আত্মহত্যা করতে পারে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে অজ্ঞাতনামা কোনো এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে লোকমুখে শোনা যাচ্ছে। আবার মানসিক সমস্যার কারণেও আত্মহত্যা করতে পারে।

থানার ওসি আজিম উদ্দীন জানান, প্রাথমিক সুরতহালে আত্মহত্যার নমুনা পাওয়া গেছে। পোস্টমর্টেম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউটার্ন.কম: /AR

8 Shares