এম এ রহিম, বেনাপোল যশোর :
যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মোসাম্মাৎ মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নে য়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ওই গ্রামের জনৈক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো। এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে তারা দুইজন মারাত্মক আহত হয়।
আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নে য়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।