Home » জাতীয় » শার্শা ও বেনাপোল থানা পুলিশের মাস্ক লিফলেট বিতরণ

শার্শা ও বেনাপোল থানা পুলিশের মাস্ক লিফলেট বিতরণ

এম,এরহিম,বেনাপোল :
জন সচেতনতায় সারা দেশের ন্যায় বাংলাদেশ পুলিশের পক্ষে শার্শা ও বেনাপোল থানা পুলিশ র্যালি, সমাবেশ ও মাস্ক লিফলেট বিতরণ করেছে। মাস্ক পরার অভ্যাস,করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার বেলা এগারটায় নাভারন ও বেনাপোলে এক ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে,গণ সচেতনতা মূলক বক্তব্য শেষে চলতি পথিক, ভ্যান, বাইক, মোটরসাইকেল চালক,ব্যবসায়িদের মধ্যে মাস্ক লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা পরিসদ সদস্য ইব্রাহীম খলীল,শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান,ওসি তদন্ত তারিকুল আলম,প্রাক্তন মুক্তি যোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ বাবু প্রমুখ ।r

0 Shares