Home » কৃষি » শার্শা-বেনাপোলে বেড়েছে আখের চাষ

শার্শা-বেনাপোলে বেড়েছে আখের চাষ

 

বেনাপোল প্রতিনিধি :
শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় ব্যাপক হারে বেড়েছে আখের চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে চাষ।উৎপাদন বাড়াতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। ভালমূল্য ও বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে।
টসটসে রসে ভরপুর সুমিষ্ট নরম চিবিয়ে খাওয়া আখের চাহিদা ও কদর বাড়ায় বেনাপোল পুটখালি উলাশি কায়বা ও গোগা এলাকায় গেন্ডারী লিপিস্টিক,কাজল,ঈশ্বরদীসহ বিভিন্ন প্রজাতির আখ চাষে সাফল্য পেয়েছে কৃষকরা।বাড়ছে চাষ লাভবান হচ্ছে চাষি ও ব্যবসায়িরা। স্থানীয় চাহিদা মিটিয়ে আখ যাচেছ এলাকার বাহিরে,সুদীন ফিরেছে চাষির।পরিবারে ফিরেছে স্বচ্ছলতা। হাতের কাছে ইআখ পেয়ে খুশি ক্রেতারাও ।
উপজেলা কৃষি কর্মকর্তা- প্রতাপ কুমার মন্ডল বলেন-বাজারদর ও সম্ভাবনা বাড়াতে কৃষি গবেষণা ইন্সটিটিউটের নতুন জাত ঈশ্বরদী২১ ফলন বাড়াতে কৃষকের প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষিবিভাগ। চাষে বাড়ছে আগ্রহ লাভবান হচ্ছে চাষি। ফলন ও দাম ভাল পাচ্ছেন তারা । উপজেলায় গত বছর ৩১৫ হেক্টর জমিতে চাষ হলেও চলতি মৌসুমে ৩৩০ বিঘা জমিতে হয়েছে আখ চাষ-তবে কিছু আখ খেতে পোকার আক্রমনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওষুধ ছিটিয়ে রক্ষায় চেষ্টা চালাচ্ছে চাষি।

0 Shares