Home » বিনোদন » শাহরুখ খানের বিকল্প রণবীর সিং

শাহরুখ খানের বিকল্প রণবীর সিং

নিউটার্ন ডেস্ক:বলিউডের নামী নির্মাতা রোহিত শেঠির সিনেমা মানেই ধুন্দুমার অ্যাকশন। তার ছবির হিরো হয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খান, রণবীর সিংসহ আরও অনেকে।এবার রোহিত শেঠির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং।

জানা যায় রোহিত আর রণবীরের ছবিটি আশির দশকের জনপ্রিয় কমেডি ছবি আঙ্গুর–এর রিমেক। আঙ্গুর ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন সঞ্জীব কুমার। ২০১৫ সাল থেকে রোহিত আঙ্গুর ছবিটি নির্মাণের কথা ভেবেছিলেন। গুলজারের এই ক্লাসিক কমেডি ছবির রিমেকে রোহিতের মাথায় প্রথমে শাহরুখ খানের নাম ছিল। কোনো কারণবশত কিং খানের সঙ্গে তিনি ছবিটি বানাতে পারেননি।

জানা গেছে, সঞ্জীব কুমারের চরিত্রের জন্য তিনি শাহরুখের বিকল্প হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন। রোহিতের এই ছবিতে রণবীরকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। লকডাউনে এই পরিচালক আঙ্গুর ছবির চিত্রনাট্যের ওপর কাজ করেছেন।

গুলজারের আঙ্গুর ছবিটি নিখাদ, সাদামাটা এক হাসির ছবি হলেও রিমেক ছবিটি মোটেও সাদামাটা হবে না বলে জানা গেছে। গোলমাল সিরিজ সিংহাম বোল বচ্চন চেন্নাই এক্সপ্রেস–এর মতোই রোহিত এই ছবিতে তাঁর নিজস্ব ছাপ রাখবেন বলে খবর।

নিউটার্ন.কম/AK

0 Shares