Home » কৃষি » শিবগঞ্জে কলাগাছের সাথে শত্রুতা

শিবগঞ্জে কলাগাছের সাথে শত্রুতা

নিউটার্ন ডেস্ক: শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় কলাগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার রাতে উজিরপুর আদর্শ কলেজ সংলগ্ন মিজানুরের কলাবাগানে এ ঘটনা ঘটে। এ নিয়ে আজ সন্ধ্যায় ভুক্তভোগী মিজানুর বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা গেছে উজিরপুর আদর্শ কলেজের পেছনে তিন বিঘা জমি লিজ নিয়ে কলাবাগানের চাষ করে আসছিল মিজানুর ও লিটিল আলী।

পূর্ব শত্রুতার জেরে কলাবাগানের ৯শ’ ঝাড় কলাগাছ ও ৪শ’ কাদি (মোঁচা) কলা কেটে সাবার করে দিয়েছে প্রতিপক্ষরা। আগামী কয়েকদিনের মধ্যে কলা দেখা দিতো। কিন্তু গাছগুলোতে আর কলা হবেনা। এতে প্রায় পাঁচ লাখ টাকাসহ অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভূক্তভোগী স্থানীয় প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, এ ঘটনায় লিখিত পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউটার্ন.কম/আর জে

8 Shares