Home » জাতীয় » শিশুর মৃত্যু ইটভাটার মাটিচাপায়

শিশুর মৃত্যু ইটভাটার মাটিচাপায়

 

চুয়াডাঙ্গার জীবননগরে ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে ৬ বছরের শিশু জিহাদের মৃত্যু হয়েছে।

নিহত জিহাদ জীবননগর উপজেলার বাঁকা আশতলা পাড়ার দিনমজুর তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শিশু জিহাদ ও তার বন্ধু আরিফিন মিলে পাশে এ এন জে এম ইট ভাটায় খেলা করতে যায়। এ সময় ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়লে আরিফিন প্রানে বাঁচলেও জিহাদের মৃত্যু হয়। এ দিকে জিহাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক সুত্রে জানতে পারি শিশু জিহাদ এবং তার বন্ধুরা সেখানে খেলা করতে গেলে মাটির স্তুপ ধ্বসে পড়ে। এ ঘটনায় আরিফিন প্রানে বেঁচে যায় এবং জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে যদি কোন অভিযোগ করে তা হলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউটার্ন.কম/AR

33 Shares