Home » জাতীয় » ‘শ্লীলতাহানির পর’ চলন্ত বাস থেকে লাফ, যুবকের মৃত্যু

‘শ্লীলতাহানির পর’ চলন্ত বাস থেকে লাফ, যুবকের মৃত্যু

নারী যাত্রীর শ্লীলতাহানির পর চলন্ত বাস থেকে লাফিয়ে পালাতে গিয়ে অন্য একটি বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাকলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেনের (২৫) বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। পুলিশ নারী বাসযাত্রীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে।

এক নারী বাসযাত্রী জানান, তিনি তার অসুস্থ বোনকে ডাক্তার দেখানোর জন্য পটিয়া থেকে একটি বাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। বাসে এক যুবক তাদের দুই বোনকে শ্নীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করেন। ৯৯৯ নম্বর থেকে যুবকটিকে কর্ণফুলী ব্রিজের পুলিশ বক্সে নিয়ে যেতে বলা হয়।

তিনি জানান, পরে বাসের ক্ষিপ্ত যাত্রীরা যুবকটিকে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার আগে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালানোর সময় পেছন থেকে আরেকটি বাস যুবকটিকে চাপা দিলে সেখানে তার মৃত্যু হয়।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন সমকালকে বলেন, ছেলেটি চলন্ত বাস থেকে দ্রুত নামার চেষ্টা করলে পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালকের সহকারী আজিজ ওরফে সাকিব (২৫) ও দুই নারীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউটার্ন.কম/RJ

19 Shares