Home » জাতীয় » সখীপুরে সিঁধ কেটে শিশু চুরি !

সখীপুরে সিঁধ কেটে শিশু চুরি !

 

আহমেদ সাজু ,(সখীপুর) টাঙ্গাইল :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সিঁধ কেটে দুই মাসের এক শিশু চুরি হয়েছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামে গতকাল বুধবার (৩১মার্চ) গভীর রাতে শিশু চুরির ঘটনা ঘটে।
ঐ শিশুর নাম জুনায়েদ। শিশুর বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাক চালক।
শিশুর মা কল্পনা আক্তার জানান, স্বামীর ট্রাক চালাতে যাওয়ায় গতকাল বুধবার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে একাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে দুইজন চোর সিঁধ কেটে তার ঘরে ঢুকে। সে জেগে ওঠায় একজন তার মুখ চেপে ধরে,
আরেকজন চোর শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অনেক ডাকাডাকির পর এলাকার লোকজন ঐ বাড়িতে আসে।

শিশুর দাদা জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া প্রতিবেদককে বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

0 Shares