Home » আন্তর্জাতিক » সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারীদেরকে খাবারের টাকা সাথে নিতে হবে

সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারীদেরকে খাবারের টাকা সাথে নিতে হবে

 

ঢাকা, রবিবার (০৩ মার্চ ২০২৪):
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৭ ডিসেম্বর ২০২৩ তারিখের স্মারক নম্বর: ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯-১৮৫৫ মোতাবেক সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল। ২০২৪ সনের হজে সরকারি মাধ্যমে যেসকল হজযাত্রী ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় হতে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা হতে কর্তন করা হবে। এ কারণে ২০২৪ সনের হজে সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীগণকে সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সাথে নিতে হবে।

0 Shares