Home » আন্তর্জাতিক » সাপলুডু’র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে

সাপলুডু’র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক, নিউটার্ন.কম
চলতি বছরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দর্শক ছবিটি দারুণভাবে গ্রহণ করেছেন। অ্যাকশন-থ্রিলার ছবিতে জুটি বেঁধেছেন সুদর্শন নায়ক আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম।
প্রতিদিন ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন অভিনয়শিল্পীরা। এরই ধারাবাহিকতায় ছবির নায়ক আরিফিন শুভ এবং পরিচালক গোলাম সোহরাব দোদুল আজ বৃহস্পতিবার রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি (সিদ্ধেশ্বরী ক্যাম্পাস), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাজির হন।
এ সময় শিক্ষার্থীরা শুভকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা সবাই ‘সাপলুডু’ দেখবেন বলে জানান। শিক্ষার্থীদের ভাষ্য, গণমাধ্যমে ছবির প্রশংসার কথা দেখেছেন তারা। আর ট্রেলার দেখেও ভালো লেগেছে। বন্ধু-বান্ধব নিয়ে তারা দল বেঁধে ছবিটি দেখতে সিনেমা হলে যাবেন।

অনেকেই আবার ছবিটি দেখেছেনও। তারা শুভর অভিনয় এবং ‘সাপলুডু’ ছবির প্রশংসা করেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হয় ‘সাপলুডু’ টিম। সামনেও ছবির প্রচারণায় মাঠে থাকবে ছবির টিমের সদস্যরা জানান পরিচালক দোদুল।
(সাপলুডু) ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

নিউটার্ন.কম/RJ

0 Shares