Home » সারাদেশ » সাবেক এমপি সেলিমের ভাগ্নে ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান শাকিল গ্রেফতার

সাবেক এমপি সেলিমের ভাগ্নে ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান শাকিল গ্রেফতার

 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ :

নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড মাছের মোড় থেকে নওগাঁ সদর থানা পুলিশের সহযোগিতায় মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ওসি হাশমত আলী জানান,সাঈদ হাসান তরফদার শাকিলের বিরুদ্ধে অস্ত্রবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দলবাজি, নাশকতা প্রভৃতি অভিযোগ রয়েছে। এব্যাপারে যৌথবাহিনী কাজ করছে।
বিভিন্ন সূত্রে প্রকাশ, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ছলিম উদ্দিন তরফদার সেলিম নির্বাচিত হবার পর তার ছেলে সাকলাইন মাহমুদ রকি ও ভাগ্নে সাঈদ হাসান তরফদার শাকিল এক সিন্ডিকেট গড়ে তোলেন।

0 Shares