শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চম্পকদী তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত, ২৫ নভেম্বর সোমবার বিকেল ৪ টায় উদ্বোধনী খেলার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চম্পকদী চলন্তিকা সংসদ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে, খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করছে ।
চম্পকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় দ্বিতীয় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী এমদাদুল হক তালুকদার,পর্তুগাল প্রবাসী নান্টু রায়হান, নেদারল্যান্ড প্রবাসী মোহাম্মদ রাসেল বেপারী।
উদ্বোধনী খেলার দ্বিতীয় ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে সাংবাদিক হাবিব হাসানের চম্পকদী সবুজ বাংলা টাইব্রেকারের মাধ্যমে ৩/২গোলে চম্পকদী জিএম কে হারিয়ে বিজয়ী হয়।
চম্পকদীর ফ্রান্স প্রবাসী মোঃ সুমন দেওয়ানের সভাপতিত্বে ও খেলা কমিটির সদস্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মোঃ সাদ্দাম দেওয়ান, সাইপ্রাস প্রবাসী মোহাম্মদ সায়েম শেখ, সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেন,সিঙ্গাপুর প্রবাসী আব্দুস সালাম, মালয়েশিয়া প্রবাসী সেন্টু সর্দার প্রমুখ।
এছাড়া টুর্নামেন্ট কমিটির পরিচালনায় সংগঠনের সদস্যদের সবার সার্বিক সহযোগিতায় তরুণদের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।