Home » জাতীয় » সিলেটে প্রথমবারের মতো সাংবাদিকতা কোর্স চালু

সিলেটে প্রথমবারের মতো সাংবাদিকতা কোর্স চালু

 

নিউটার্ন ডেস্ক
সিলেটে প্রথমবারের মতো সাংবাদিকতা কোর্স চালু করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। অক্টোবর মাস থেকেই তিনমাস মেয়াদি সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আগামী বছর থেকে সাংবাদিকতা বিভাগের অধীনে বিএসএস (অনার্স) কোর্স চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পর দেশে গণমাধ্যমে কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত সংবাদকর্মীর অভাবও ততোটাই বেড়ে চলেছে। এ ঘাটতি পূরণের লক্ষ্যেই মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটে এই প্রথম সাংবাদিকতায় একটি সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, ‘ন্যূনতম স্নাতক পাস করা যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা পাবেন। কিভাবে পেশাদারিত্বের সাথে খবর সংগ্রহ করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে সাক্ষাৎকার নিতে হয় এবং সংবাদমাধ্যমের আইন-কানুন ও নৈতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার করতে হয় সেগুলো জানবেন। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা।

0 Shares