Home » সারাদেশ » সীমান্তে হত্যা ও মাদকসহ চোরাচালানী বন্ধে ঐক্যমত

সীমান্তে হত্যা ও মাদকসহ চোরাচালানী বন্ধে ঐক্যমত

 

 

এম এ রহিম, বেনাপোল যশোর :-

ভারত ও বাংলাদেশ বিজিবি বিএসএফের সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে হত্যা মাদক ও চোরাচালান বন্ধসহ বিভিন্ন সমস্যা নিরসনে ঐক্যমত হয়েছে বিজিবি ও বিএসএফ। প্রেস বিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ খসরু রায়হান।

খসরু রায়হান জানান ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা শ্রী তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।এসময় খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকী সহ দু দেশের বিজিবি বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে ভারতে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন। এসময় আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফের দলটিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিএসএফের পক্ষেও বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফ কর্মকর্তারা।
পরে সীমান্ত এলাকা থেকে ২কিলোমিটার দূরে বেনাপোল ক্যাম্পে নিয়ে যাওয়া হয বিএসএফ দলটিকে। বেনাপোল বিজিবি ক্যাম্পে সম্মিলন অনুষ্ঠিত হয়। ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। মধ্যাহ্ন ভোজেরপর বিকেল ৪টায় শেষ হবে সীমান্ত সমন্বয় সভা।

সীমান্তে হত্যা বন্ধ অবৈধ পারাপার মাদক পাচার চোরাচালানী পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষণ করেন।বাংলাদেশ ভারত ১৯৭৫সালের সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান। এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ ও উন্নয়ন মূলক কাজের সমাধানে ফল প্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

0 Shares