Home » জাতীয় » সুনামগঞ্জেএকদিনে রেকর্ড ৩৯ জনকরোনায়আক্রান্ত

সুনামগঞ্জেএকদিনে রেকর্ড ৩৯ জনকরোনায়আক্রান্ত

সুনামগঞ্জপ্রতিনিধি:
১৪ র‌্যাব সদস্যসহ সুনামগঞ্জে একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদেও মধ্যে ১৪ র‌্যাবসহ সুনামগঞ্জ সদও উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিলসার্জন ডা. শামসউদ্দিন। তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে তাদের শরীওে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

6 Shares