Home » জাতীয় » সুনামগঞ্জের দোয়ারায় বেকারির কর্মচারী করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বেকারি লকডাউন

সুনামগঞ্জের দোয়ারায় বেকারির কর্মচারী করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বেকারি লকডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রাণ কেন্দ্র দয়াল বেকারিতে ব্রাম্মণ বাড়িয়া থেকে আসা মিলন (১৬) নামের বহিরাগত বেকারি কর্মচারীদের একজন করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দয়াল বেকারিকে লকডাউন করে, বেকারির সকল বিস্কুট ও খাদ্য উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মৃদুল মোহন চন্দ ও দোয়ারাবাজার থানার এসআই সুমন দয়াল বেকারি লকডাউনের সাথে বাজারের ব্যবসায়ীও ক্রেতাদের উদ্দেশ্যে মাইকিং করে বলেন, প্রত্যেক ব্যবসায়ী ও ক্রেতা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে মালামাল বিক্রি করতে হবে। এ পর্যন্ত দোয়ারায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৭ জন, হাসপাতাল আইশোলেশনে ৮ জন, সুস্থ্য হয়েছেন ৫ জন। হোম আইশোলেশনে ৪ জন আছে। এব্যাপারে দোয়ারাবাজার হাসপাতালের স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, লকডাউন খোলার কারণে বিভিন্ন স্থান থেকে লোকজন আসার কারণে সুনামগঞ্জ জেলা সহ দোয়ারাবাজারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, এখন নমুনা বিহীন ও অনেক রোগী পাওয়া যাচ্ছে। তাই আগামী কাল থেকে হাসপাতালে কালেকশন বুথ তৈরী করে নমুনা সংগ্রহের ব্যবস্থা নিব। সাথে দোয়ারাবাসীকে বলব আপনারা সচেতন হোন ঘরে থাকুন, মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখুন। যাদের জ্বর স্বাস কষ্ট গলা ব্যথা আপনারা নমুনা দিতে হাসপাতালে চলে আসুন।

9 Shares