Home » সারাদেশ » সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির নিয়মিত অভিযানে মালিকবিহীন অবস্থায় পৃথক অভিযানে সীমান্তে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে। সোমবার (১৪এপ্রিল) ভোররাতে সুনামগঞ্জের মধ্যনগরের বাঁকাতলা এলাকা থেকে বাংগালভিটা বিওপি কর্তৃক ০৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা, এছাড়াও, দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১১টায় পেকপাড়া বিওপি কর্তৃক ০৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে মোকামছড়া থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু ও মধ্যনগর উপজেলার বাঙালটিঠা বিওপি কতৃক আরো চারটি গরু আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 Shares